আসসালামু আলাইকুম বাংলা দেশে NGO/ ফাউন্ডেশন/ কোম্পানি 'র গতানুগতিক পদ্ধতির আমুল পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে। শামীম মেডিকেল & কন্সালটেন্সি ফার্ম লিমিটেড, বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারের RJSC থেকে রেজিস্ট্রি কৃত। এই কোম্পানি বিশিষ্ট ডাক্তার সমাজ সেবক।শিক্ষানুরাগী এবং ধর্মানুরাগী ব্যক্তিরদের নিয়ে গঠিত। কিছু সত দখ ও ডেভেলপমেন্ট অফিসার বৃনদের নিরন্ত প্রচেষটা আমরা ইনশাআল্লাহ অভিষট লখে পৌঁছাবই পাশাপাশি সকল পেশায় মানুষের উন্নত সুবিধা আওতায় নিয়ে আসতে সব সময় নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কোভিড -১৯ মহামারি ভয়াবহতা উপেক্ষা করে বর্তমান ব্যাবসথাপনা পর্যায়ের কর্মীদের পরিশ্রমে প্রতিষ্ঠিত টেকসই গতি বজায় রেখেছে। আমাদের পরিচালনা সকল উন্নয়ন কর্মকর্তা কর্পোরেট প্রতিষঠান সমূহ মিলে কোম্পানি পরিবার আপনাদের সকলেই ও সহযোগীতায় আমরা যে চারা রোপণ করেছি তা একদিন বিশাল বৃখ হয়ে উঠবে। যায় ছায়ায় শামীম মেডিকেল & কন্সালটেন্সি ফার্ম লিমিটেড পরিবার প্রতিবার মোকাবিলা শক্তি ও সাহস পাবে ইনশাআল্লাহ। শুভকামনা '
